বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জেপি, বাংলাদেশ ন্যাপের সঙ্গে ইসির সংলাপ ৫ সেপ্টেম্বর

  •    
  • ১১ আগস্ট, ২০২২ ১৭:৪২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে সংলাপে ডাকে আউয়াল কমিশন। ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এ সংলাপ চলে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) চলমান সংলাপে অংশ না নিতে পারা দুটি দলের জন্য নতুন সময় নির্ধারণ করেছে ইসি।

কমিশনের বেঁধে দেয়া সময়ে অংশ না নিতে পারায় দলগুলো সময় বাড়ানোর আবেদন করেছিল। তাতে সাড়া দেয় সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

আগামী ৫ সেপ্টেম্বর দলগুলোর সাথে সংলাপের তারিখ ঠিক করেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। দল দুটি হলো আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান আরজু নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।

ওইদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেপির সঙ্গে এবং বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি৷

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে সংলাপে ডাকে আউয়াল কমিশন। ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এ সংলাপ চলে।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে থাকা বিএনপিসহ নয়টি দল সংলাপে অংশ নেয়নি। ইসির আমন্ত্রণে এখন পর্যন্ত সাড়া দিয়েছে ২৮টি দল। বাকি দুটি দল ভিন্ন কারণে উপস্থিত হতে না পারায় তাদের আবার সময় দিল ইসি।

যে নয়টি দল সংলাপে অংশ নেয়নি

সংলাপে অংশ নেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ মুসলীম লীগ (বিএমএল) ও বাংলাদেশ কল্যাণ পার্টি।

এ বিভাগের আরো খবর