চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের নিপবন স্কুলসংলগ্ন গ্রাম থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে সাপটিকে উদ্ধার করা হয়।
প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘বিকেলে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের রেললাইনসংলগ্ন একটি জলাশয় থেকে সাপটিকে ধরে খাঁচায় ঢুকিয়ে গ্রামে নিয়ে যায়। পরে রাতে দিপু নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের খবরে বিশালাকার সাপটিকে আমরা উদ্ধার করি। শেষে জীববিজ্ঞান অনুষদসংলগ্ন নির্জন জঙ্গলে সাপটিকে অবমুক্ত করা হয়।’
রফিক আরও বলেন, ‘সাপটি বার্মিজ পাইথন বা অজগর সাপ। এর বৈজ্ঞানিক নাম Python bivittatus। এটি প্রায় ১০ ফুট লম্বা হবে, ওজন প্রায় ২০ কেজির মতো। অজগর অবিষধর সাপ। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে আসে। বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।’