কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেডিক্যাল কলেজের এক ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢামেকের ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
বেঁধে দেয়া সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা না নিলে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ার দেয়া হয়েছে।
ভুক্তভোগী চিকিৎসক সাজ্জাদকে মারধরের ঘটনায় মঙ্গলবার ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে দেয়া এক প্রতিবাদলিপিতে এই দাবি জানানো হয়।
প্রতিবাদলিপি পেয়েছেন জানিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘ঘটনার ব্যাপারে আমরা পুলিশের সঙ্গে কথা বলছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে হামলাকারীদের শনাক্ত করতে হবে।’
সাজ্জাদ হোসেন বলেন, ‘সোমবার রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করা সাত-আটজন তরুণ আমাকে উপর্যুপরি মারধর করে। এতে আমার কান ও নাক ফেটে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।’
মারধর করা ওই তরুণদের নাম-পরিচয় তিনি জানাতে না পারলেও তাদের কয়েকজনের গায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত টি-শার্ট ছিল বলে জানিয়েছেন।
ইন্টার্ন চিকিৎসকদের দেয়া প্রতিবাদলিপিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ৮ আগস্ট রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিনা উসকানিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনের ওপর বর্বরোচিত হামলা চালানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
‘৪৮ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা না নেয়া হলে লাগাতার কর্মবিরতিসহ পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণে ইন্টার্ন চিকিৎসক পরিষদ বাধ্য হবে।’