বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরকারের দিন ফুরিয়ে এসেছে: ফখরুল

  •    
  • ৮ আগস্ট, ২০২২ ২১:০৭

যুবদলের বিক্ষোভে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে সরকারের দিন ফুরিয়ে এসেছে। তাদের পক্ষে আর সম্ভব হবে না। বৃহত্তর কর্মসূচি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এই ভয়াবহ দানবীয় সরকারের পতন ত্বরান্বিত করব।’

দেশের পরিস্থিতি দেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিশ্বাস জমেছে, সরকারের দিন ফুরিয়ে এসেছে। তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহতের প্রতিবাদে সোমবার রাজধানীতে যুবদলের বিক্ষোভে তিনি এ কথা বলেন।

বিকেলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় অবশ্য সংশয় প্রকাশ করে বলেন, বিএনপি যেভাবে কর্মসূচি দিচ্ছে, তাতে সরকারের পতন হবে না।

তবে ফখরুল বলেন, ‘এই সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে সরকারের দিন ফুরিয়ে এসেছে। তাদের পক্ষে আর সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণেই আজকে জ্বালানি তেলের সংকটসহ দেশে নানা সংকট শুরু হয়েছে। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নামে তারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে।’

সমাবেশ থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুই দিনের কর্মসূচিও ঘোষণা করেন বিএনপি নেতা। জানান, আগামী বৃহস্পতিবার নয়াপল্টনে ও পরদিন দেশের সব জেলা ও মহানগরে সমাবেশ হবে।

ফখরুল বলেন, ‘এরপর আরও বৃহত্তর কর্মসূচি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এই ভয়াবহ দানবীয় সরকারের পতন ত্বরান্বিত করব।‘

অবশ্য বিএনপির কর্মসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফখরুলকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, ‘আমাদের মনে হয় সীমানা নির্ধারণ হয়ে গেছে। সীমানা হয় প্রেস ক্লাব, না হয় পার্টির কার্যালয়ের সামনে। আমরা যদি এই সীমানার বাইরে না যেতে পারি, তাহলে এই সরকারের পতন হবে না।’

গয়েশ্বর বলেন, ‘শুধু বক্তব্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না। আমরা সবাই বক্তৃতা করেও শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না। শেখ হাসিনাকে নামাতে রাজপথে আমাদের যেমন কুকুর, তেমন মুগুর কর্মসূচি দিতে হবে।’

ফখরুল বলেন, ‘গতকাল ঢাকার শাহবাগে বামপন্থি ছাত্রদের ছোট একটি মিছিল হয়েছে। সেখানে পুলিশ নির্মমভাবে নির্যাতন করেছে। সারা দেশে এই অত্যাচার-নির্যাতন-নিপীড়ন চালিয়ে এ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়।

‘তারা শুধু আমাদের নুরে আলম-আব্দুর রহিমকে হত্যা করেনি, গত ১৫ বছরে তারা আমাদের ছয় শতাধিক নেতাকর্মীকে গুম ও খুন হত্যা করেছে। ৩৫ লাখের বেশি নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে সরকার হয়রানি করেছে।’

এ বিভাগের আরো খবর