বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জ্বালানির মূল্যবৃদ্ধি: ঢাকার বিক্ষোভের খবর ভারতীয় সংবাদমাধ্যমে

  •    
  • ৮ আগস্ট, ২০২২ ১২:৪৫

ভারতীয় এই সংবাদমাধ্যমে বাংলাদেশকে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ। তবে দেশটিতে খাদ্য, জ্বালানির দাম বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে নিতে হচ্ছে ঋণ।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকার শাহবাগসহ বিভিন্ন স্থানে যে বিক্ষোভ হচ্ছে, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সোমবার ‘জ্বালানির তেল ৫২% বৃদ্ধির পর বাংলাদেশে বিক্ষোভ’ শিরোনামে ওই প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

এতে বলা হয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশজুড়ে বিক্ষোভ হচ্ছে। এই মূল্যবৃদ্ধি দেশটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেছে ছাত্র ইউনিয়ন।

শ্রীলঙ্কার প্রসঙ্গ তুলে এনডিটিভির প্রতিবেদনে লেখা হয়েছে, শ্রীলঙ্কার পর ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশেও একই ধরনের বিক্ষোভ হচ্ছে। পেট্রল পাম্প ঘিরে বিক্ষোভ হয়েছে কোথাও কোথাও।

কয়েকটি ভিডিও সংযুক্ত করে এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিওতে পেট্রল পাম্পগুলোতে জ্বালানি নিতে গভীর রাতেও যানবাহনের সারি দেখা গেছে।

ভারতীয় এই সংবাদমাধ্যমে বাংলাদেশকে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ। তবে দেশটিতে খাদ্য, জ্বালানির দাম বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে নিতে হচ্ছে ঋণ।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে বলে সরকারের পক্ষ থেকে গত শুক্রবার জানানো হয়। ওই দিন মধ্যরাতেই কার্যকর হয় নতুন দর। এর প্রতিবাদে চলছে বিক্ষোভ।

দেশে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী এক লিটার ডিজেল ও কেরোসিন কিনতে হবে ১১৪ টাকায়।

অকটেনের দাম লিটারে বাড়ানো হয় ৪৬ টাকা। এখন প্রতি লিটার অকটেন কিনতে ১৩৫ টাকা গুনতে হবে। এর বাইরে লিটারপ্রতি ৪৪ টাকা বাড়ানো হয় পেট্রলের দাম। এখন থেকে জ্বালানিটির প্রতি লিটার ১৩০ টাকা।

শতকরা হিসাবে ডিজেলের দাম বাড়ানো হয় ৪২ দশমিক ৫ শতাংশ। আর অকটেন ও পেট্রলের দাম বৃদ্ধি করা হয় ৫১ শতাংশ।

এ বিভাগের আরো খবর