নরসিংদীতে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হওয়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রায়পুরা উপজেলায় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
৫৫ বছর বয়সী মো. ইলিয়াস মিয়ার বাড়ি উপজেলার মুছাপুর ইউনিয়নের তালুকান্দি পূর্বপাড়া বেলতলী গ্রামে।
আটক ৩২ বছরের উজ্জ্বল মিয়া ওই একই গ্রামের বাসিন্দা।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক তদন্ত গোবিন্দ সরকার নিউজবাংলাকে রাতে এসব তথ্য নিশ্চিত করেন।
মো. ইলিয়াসের ছেলে খায়রুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দ্বন্দ্বের জেরে প্রায় দুই সপ্তাহ আগে উজ্জ্বলের পারিবারিক দ্বন্দ্ব মীমাংসা করতে একটি দরবারে যায় আমার বাবা। ওই দরবারে গেলে উজ্জ্বল আমার বাবাকে হত্যার হুমকি দেয়।
‘এরপর থেকে বাবার সঙ্গে প্রতিপক্ষতা তৈরি হয় উজ্জ্বলের। শনিবার সন্ধ্যায় বাবা মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফিরছিল। ফেরার পথে বেলতলীতে লাল মিয়া মুন্সির বাড়ির রাস্তায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে ৭ থেকে ৮টি স্থানে জখম করে রক্তাক্ত করে বাবাকে। পরে স্থানীয়রা বাবাকে চিকিৎসার জন্য আমাদের পাশের উপজেলা ভৈরবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
খায়রুল জানান, প্রচুর রক্তক্ষরণে তার বাবা মারা যায়। তার বাবা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত নির্বাচনে উজ্জ্বল ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করে। ইলিয়াস মিয়া তার প্রতিপক্ষের নির্বাচন করায় দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে কিছুদিন আগে অভিযুক্ত উজ্জ্বল মিয়ার বাড়িতে দরবারের মাধ্যমে মীমাংসার জন্য যান ইলিয়াস। ওই সময় তাঁদের মধ্যে মনোমালিন্য হয়।
পরে শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের মাধ্যমে ইলিয়াসের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে উজ্জ্বল। ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা উজ্জ্বলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে।
থানার পরিদর্শক গোবিন্দ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। উজ্জ্বলকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভৈরব হাসপাতাল থেকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাতে মৌখিক অভিযোগ পেলেও ভুক্তভোগী পরিবারের কেউ থানায় এসে কোনো লিখিত অভিযোগ করেনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’
ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।