রাজধানীর মহাখালীতে বিকাশ পরিবহনের বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আজিজ মোল্লা নিহতের ঘটনায় মামলায় চালক সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূর বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক শাহীন আলম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী বাসচালক সুজনের জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আবদুল আজিজ গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জোনে কর্মরত ছিলেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন এসব তথ্য জানান।
বুধবার রাতে মহাখালী ফ্লাইওভারের ঢালে এএসআই আবদুল আজিজ দায়িত্বরত ছিলেন। বিকাশ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তার মাথার পেছনে ও পায়ে মারাত্মক জখম হয়।
তাকে তাৎক্ষণিক মহাখালী রেলগেটের পাশে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বনানী থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন আবদুল আজিজের স্ত্রী স্মৃতি আরা।