রেললাইনের ওপর দুর্ঘটনা ঘটলে এর দায় রেলওয়ে কর্তৃপক্ষের নয় বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, ‘কেউ যখন রেলের (ট্রেনের) সঙ্গে ধাক্কা খায়, তখন হতাহতের ঘটনা ঘটলে তার সব দায় রেলের উপরে। কেন রেল এই দায় নিতে যাবে? রেল চলাচলের সময় ওই রেললাইনের আশেপাশে তো ১৪৪ ধারা জারি করা থাকে রেল আইন অনুসারে। তাহলে রেলের উপরে এসব দুর্ঘটনা কীভাবে ঘটে?
‘রেল তো সোজা চলে। এর সঙ্গে কারও তো ধাক্কা লাগার কথা নয়। তাহলে কেন বারবার রেলের ওপরে কোনো দুর্ঘটনা ঘটলে দায় রেল কর্তৃপক্ষের?’
মাগুরায় রেললাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে মঙ্গলবার দুপুরে এসব কথা বলেন মন্ত্রী।
সম্প্রতি রেললাইনের ওপর ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর বিষয়ে তিনি বলেন, ‘রেল নিয়ে সাম্প্রতিক সময়ে নানা বির্তক সুষ্টি হয়েছে। এটা নিরসনে আমরা কাজ করছি। রেলের উপরে কেউ মোবাইলে কথা বলতে বলতে দুঘটনাকবলিত হলে সে দায় কেন রেলের? কোনো যান এসে পড়লে তার দায়ভারও কেন রেলের হবে?
‘এই বিষয়গুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠান যেমন পৌরসভা, সড়ক বিভাগসহ রেললাইনের অঞ্চলগুলোর পাশে থাকা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে সমন্বয় করে নিতে পারি। এতে আমাদের সবার জন্য ভালো হবে।’