নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য মো. আকবর আলী ও মেহেদী হাসান আবীরকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকেলে বাগেরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. খুরশীদ আলম এ রায় দেন। আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক দিলীপ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।
৩৩ বছর বয়েসী মো. আকবর আলীর বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সারুলিয়া গ্রামে এবং ৪২ বছর বয়সী মেহেদী হাসান আবীর বরগুনার বান্দরগাছিয়া গ্রামের বাসিন্দা।মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের অক্টোবরে মোল্লাহাট থেকে জঙ্গি কার্যক্রমে জড়িত অভিযোগে আকবর ও মেহেদীকে গ্রেপ্তার করে র্যাব। ২৭ অক্টোবর র্যাব-৬ খুলনার উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।