ঢাকার সাভারে তিন বছরের শিশুকে গলা কেটে হত্যার অভিযোগে প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আশুলিয়ার জিরাবো এলাকা থেকে বাবুল মোল্লা নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে তিন দিনের রিমান্ডে পায় পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশুটি বাবা-মায়ের সঙ্গে আশুলিয়ায় ভাড়া বাসায় থাকত। তার বাবা-মা পোশাকশ্রমিক। গত ২৬ জুলাই বাড়ির গোসলখানায় তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। পাশে পাওয়া যায় ব্লেড। সেদিনই পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়।
এসআই আরও জানান, প্রাথমিক তদন্তে বাবুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড শেষে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।