জালিয়াতির আরেকটা নির্বাচনের প্রস্তুতি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কুড়িগ্রামে শহরে সোমবার বিকেলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বীজ ও ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ২০২৩ সালের জাতীয় নির্বাচনে ইভিএমে হবে দিনে দুপুরে ডাকাতির ভোট। জালিয়াতির আরেকটা নির্বাচনের প্রস্তুতি চলছে।
গণতন্ত্র হরণ করে তারা চুরিতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ব্যাংকের টাকা চুরি, বিদ্যুতের নামে চুরি, মেগা প্রকল্পের নামে চুরি, মানুষের জন্য ত্রাণেও চুরি। গণতন্ত্র হরণ করে চুরিতন্ত্র প্রতিষ্ঠা না করলে তো তারা টিকবেন না।
কৃষকদল কুড়িগ্রাম শাখার উদ্যোগে পৌর শহরের নীলারাম স্কুল মাঠে পাঁচ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বীজ ও ত্রাণ বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, বিএনপির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা।