রাজধানীর কদমতলীতে খেলা করতে গিয়ে গলায় ফাঁস লেগে আরাফাত ইসলাম আরজু (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবার কদমতলীর মুরাদপুর এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ছিল। গ্রামের বাড়ি বগুড়া জেলায়।
আরজুর মা রুনা আক্তার বলেন, ‘আমি ঘরে ছিলাম। আরজু ঘরের বারান্দায় পাটের রশি দিয়ে খেলা করার সময় গলায় ফাঁস লেগে যায়। পরে ওকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক মৃত ঘোষণা করার পর পরই মা রুনা আক্তার ও অন্য স্বজনরা জরুরি বিভাগ থেকে জোরপূর্বক মরদেহ নিয়ে যায়। বিষয়টি পুলিশ কেস জানানোর পরও তারা শিশুটির নাম খাতায় এন্ট্রি করার সুযোগ দেয়নি।