হবিগঞ্জের বাহুবলে বিকল হওয়া রড বোঝাই ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
শনিবার সকালে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মৌচাক বাগান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহত ৫৫ বছরের ট্রাকচালক নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শাহী মহল্লা এলাকার বাসিন্দা ছিলেন। তবে হেলপারের পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে সিলেটমুখী একটি রড বোঝাই ট্রাক বাগানবাড়ি এলাকায় বিকল হয়ে যায়। এ সময় চালক ও হেলপার ট্রাকের নিচে যেয়ে সেটি মেরামতের কাজ করছিলেন। এ সময় সিলেটমুখী আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা চালক ও হেলপার গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হেলপারকে মৃত ঘোষণা করেন এবং আহত চালককে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালকও মারা যান।
ওসি আরও জানান, মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ওই ট্রাকচালককে আটক করা যায়নি।