রাজধানীর কাফরুলের একটি ভবনের সাততলা থেকে পড়ে তানিয়া আক্তার নামে ২১ বছর বয়সী এক গৃহকর্মী নিহত হয়েছেন।
গৃহকর্তা মো. আশরাফুজ্জামান অনিক অবশ্য দাবি করেছেন, তাদের গৃহকর্মী ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাদ থেকে পড়ে গেলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত ৯টায় তানিয়া আক্তারকে মৃত্যু ঘোষণা করেন।
গৃহকর্তা মো. আশরাফুজ্জামান অনিক বলেন, ‘ছোটবেলা থেকে সে আমাদের এখানে কাজ করে। আমার শ্বশুরবাড়িতে ১১ বছর, আমার এখানে তিন বছর ধরে কাজ করছিল।’
তিনি বলেন, ‘কী কারণে সে ভবন থেকে লাফ দিয়েছে সেটা বলতে পারব না। তবে তার মানসিক কিছু সমস্যা ছিল।’
নিহত তানিয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের শান্তিবাগ এলাকায়, বর্তমানে কাফরুল থানায় পূর্ব কাজীপাড়ায় থাকতেন।
ঢাকা মেডিক্যাল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘কাফরুলের একটি ভবন থেকে পড়া এক গৃহকর্মীকে আহত অবস্থায় মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। মেয়েটির দুই হাত ভাঙা, মুখমণ্ডলে আঘাত ছিল।’
ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে কাফরুল থানায় জানানো হয়েছে।