বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রেলের দাবি নাকচ মাইক্রোযাত্রীর

  •    
  • ২৯ জুলাই, ২০২২ ২০:১৬

মাইক্রোযাত্রী জুনায়েদ নিউজবাংলাকে বলেন, ‘ট্রেনের কোনো সিগন্যাল ছিল না বা কেউ সতর্ক করার জন্য কিছু বলেনি। ড্রাইভার গিয়ে বাঁশ সরিয়েছে বলে বলা হচ্ছে- এটাও ঠিক না।’

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসের পেছনের সারিতে ছিলেন হাটহাজারীর কলেজছাত্র জুনায়েদ কায়সার ইমন। তিনি জানিয়েছেন, ক্রসিংয়ে কোনো বার ছিল না। এ কারণে চালক গাড়ি টেনে নেন রেললাইনে।

এর আগে রেলওয়ে কর্তৃপক্ষ দাবি করেছে, ক্রসিং বার তুলে গাড়ি চালিয়ে নেন চালক। এ কারণে দুর্ঘটনা ঘটে। তবে রেলের এই দাবি সত্য নয় বলে জানিয়েছেন জুনায়েদ।

দুর্ঘটনায় আহত হয়ে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘ট্রেনের কোনো ব্যারিকেড ছিল না, বাঁশটা ছিল না। ট্রেন যখন আসছিল তখন বৃষ্টি পড়ছিল। আমরা বুঝতে পারিনি যে ট্রেন আসছে। ড্রাইভার গাড়ি চালানোর সঙ্গে সঙ্গে ট্রেন এসে মেরে দিয়েছে। খেয়ালও করিনি। নিমিষেই ট্রেন চলে আসছে। আমি পড়ে গেছি পেছনে। কীভাবে পড়লাম, কিছুই বুঝে উঠতে পারিনি।

‘আমার দুই বন্ধু ও দুই বড় ভাই ছিলেন গাড়িতে। চারজন স্যার ছিলেন। বাকিরা আমার ছোট ভাই। আমি নিজেও কয়েকজনকে উদ্ধার করে গাড়িতে তুলে দিয়েছি।’

জুনায়েদ জানান, যারা নিহত হয়েছেন তারা মাইক্রোবাসের সামনে ও মাঝের দিকে বসা ছিলেন।

রেলওয়ে কর্তৃপক্ষের দাবির বিষয়ে জানালে তিনি বলেন, ‘ট্রেনের কোনো সিগন্যাল ছিল না বা কেউ সতর্ক করার জন্য কিছু বলেনি। ড্রাইভার গিয়ে বাঁশ সরিয়েছে বলে বলা হচ্ছে- এটাও ঠিক না।’

উপজেলার বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় শুক্রবার বেলা সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারান মাইক্রোবাসের চালকসহ ১১ আরোহী।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা নিউজবাংলাকে বলেন, ‘সেখানে রাস্তায় ক্রসিংয়ে সাদ্দাম নামের একজন গেটকিপারের দায়িত্বে ছিলেন। তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি দাবি করেছেন যে সময়মতোই ক্রসিং বার ফেলেছিলেন। তার কথা অমান্য করে মাইক্রোবাসের চালক বারটি তুলে রেললাইনে গাড়ি তুলে দেয়। এতেই দুর্ঘটনাটি ঘটে।’

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গেটকিপার সাদ্দামকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন।

তিনি জানান, সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

এ বিভাগের আরো খবর