চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন আসার সময় লাইনে উঠে যাওয়া মাইক্রোবাসের ১১ যাত্রী প্রাণ হারিয়েছেন ট্রেনের ধাক্কায়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
শুক্রবার বেলা সোয়া ১টার দিকে উপজেলার বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহত সবার বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায়।
স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে চলা আন্তনগর ট্রেন মহানগর প্রভাতীর যাত্রাকালে মাইক্রোবাসটি দ্রুতগতিতে রেললাইন অতিক্রম করার চেষ্টা করে। কিন্তু সেটি লাইনে ওঠার পর ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।
নিহতের বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন মীরসরাই থানার উপপরিদর্শক সৈয়দ আহমেদ।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আহত কয়েকজনকে শহরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা মুমূর্ষু।’
দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে এ কর্মকর্তা নিহতের সংখ্যা ১৩ জন বলে জানিয়ে ছিলেন।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন নিউজবাংলাকে বলেন, ‘ঘটনাস্থলে ১১ জন মারা গেছেন। তিন-চারজনকে গুরুতর অবস্থায় শহরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তারা খৈয়াছড়া ঝর্ণা এলাকার দিক থেকে আসছিলেন বলে জেনেছি।’
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম নিউজবাংলাকে বলেন, ‘বড়তাকিয়া স্টেশন থেকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসটিকে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে গেছে ট্রেনটি। গাড়িতে অন্তত ১৭ জন ছিলেন। তাদের মধ্যে ১১ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থাও গুরুতর। একজন সুস্থ আছেন বলে জানতে পেরেছি, তবে কারও আত্মীয়স্বজন এখনও আসেননি।’