বজ্রপাতে সুনামগঞ্জ, মেহেরপুর ও নোয়াখালীতে পাঁচজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের ছাতক ও শান্তিগঞ্জে, দুপুরে মেহেরপুরের গাংনীতে ও বিকেলে নোয়াখালীর সেনবাগে এ ঘটনাগুলো ঘটে।
সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, উপজেলার কালারুকা ইউনিয়নে সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের জমিতে হালচাষ করছিলেন জইন। সে সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সকালে শান্তিগঞ্জ উপজেলায় বজ্রপাতে জেলে তেরাই মিয়ার মৃত্যু হয় বলে জানান শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।
শান্তিগঞ্জের খাউয়াজুড়ি হাওরে মাছ ধরে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
মেহেরপুরের গাংনীর ৩ নম্বর কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙা ও কাজীপুর মাঠে দুপুরে বজ্রপাতের ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন কাজীপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম ও হাড়াভাঙা গ্রামের কৃষক আকরাম আলী।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দুপুরে বৃষ্টির মধ্যে জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক প্রাণ হারিয়েছেন।
একই দিন বিকেলে নোয়াখালীর সেনবাগে বজ্রপাতে জিয়াউল হক নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মইশাই গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জিয়াউলের বাড়ি উপজেলার অমরনগর গ্রামে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, বিকেলে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান জিয়াউল। তাকে বাঁচাতে গেলে স্থানীয় রাজমিস্ত্রি মোহাম্মদ শহীদ অচেতন হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।