বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসচাপায় ইজিবাইকের ৬ যাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

  •    
  • ২৬ জুলাই, ২০২২ ১৩:০৫

র‍্যাব কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘দুর্ঘটনায় ই‌জিবাইকচালকের ছেলে বাকেরগঞ্জ মডেল থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। মামলার পর র‍্যাব-৮-এর একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির মাধ্যমে জাহাঙ্গীর শিকদারকে গ্রেপ্তার করে। তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।’

বরিশালের বাকেরগঞ্জে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার (ই‌জিবাই‌ক) ৬ যাত্রী নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে সোমবার রা‌তে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৪১ বছর বয়সী জাহাঙ্গীর শিকদারের বাড়ি গৌরনদী উপজেলার কাশেমাবাদ এলাকায়। তিনি ইজিবাইককে চাপা দেয়া বিআরটিসি বাসের চালক ছিলেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রেস বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮-এর উপপরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ২০ জুলাই দুপুর ১২টার দিকে বাকেরগঞ্জ থেকে হাসিব খান তার ব্যাটারিচালিত ই‌জিবাই‌কে ৬ জন যাত্রী নিয়ে ভরপাশা রুইতারপার যাচ্ছিলেন। অন্যদিকে পটুয়াখালী থেকে বিআরটিসি বরিশাল ডিপো থেকে একটি বাস বাকেরগঞ্জ স্ট্যান্ডের দিকে যাচ্ছিল।

পথে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কার্যালয় অতিক্রমের সময় বিআরটিসি বাসটি অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে বেপরোয়া গতিতে ই‌জিবাইক‌টি‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ ৪ জন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, ঘটনার পর বাকেরগঞ্জ থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাস ও ই‌জিবাইক জব্দ করে। তবে ঘটনার পর চালক বাসটি ফেলে ঢাকায় পালিয়ে যান।

দুর্ঘটনায় ই‌জিবাইকচালকের ছেলে বাকেরগঞ্জ মডেল থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। মামলার পর র‌্যাব-৮-এর একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির মাধ্যমে জাহাঙ্গীর শিকদারকে গ্রেপ্তার করে।

র‌্যাব কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘গ্রেপ্তারকৃতকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।’

এ বিভাগের আরো খবর