বাগেরহাটের ফকিরহাটে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
উপজেলার পালেরহাট এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
নিহতদের একজন হলেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা গ্রামের ২৪ বছর বয়সী মনি মল্লিক। তাৎক্ষণিক অন্যজনের নাম জানা যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মেঘনা এক্সপ্রেস পরিবহনের বলে জানা গেছে। বাসটি সকালে ঢাকা থেকে পিরোজপুরের উদ্দেশে ছেড়ে আসে। ফকিরহাটের পালেরহাট এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় এটি।
এতে দুর্ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে নেয়া হয়েছে।
ওসি বলেন, ‘বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’