বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাবিতে পরীক্ষা দিতে প্রস্তুত বেলায়েত

  •    
  • ২৪ জুলাই, ২০২২ ২৩:৫৯

বেলায়েত বলেন, ‘গত ১৭দিন থেকে আমি অসুস্থ। এই শরীর নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাব। চেষ্টা করে দেখি সাগরের মধ্যে কতটুকু সাঁতার দিতে পারি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাশ করেননি ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। তাতে আশাহত হননি। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন তিনি।

গাজীপুর শ্রীপুরের বেলায়েত জানিয়েছেন, আগামী ২৬ জুলাই ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম শিফটে ভর্তি পরীক্ষা দেবেন তিনি।

এর আগে গত ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেন বেলায়েত। তবে ফল প্রকাশের পর দেখেন, সেখানে সুযোগ পাননি।

মোবাইল ফোনে আলাপে বেলায়েত জানান, তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা। তার বড় ছেলে ব্যবসা করছেন, বিয়েও করেছেন। ছোট ছেলে শ্রীপুর ইঞ্জিনিয়ারিং কলেজে একাদশ শ্রেণিতে পড়ছেন।

তিনি বলেন, ‘১৯৮৩ সালে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল আমার। সে সময় বাবা গুরুতর অসুস্থ হয়ে যাওয়ায় সংসারের হাল ধরতে হয়েছে। পরে আর শিক্ষাজীবন সচল রাখা হয়নি।

‘২০১৭ সালে নবম শ্রেণিতে ঢাকার বাসাবোর দারুল ইসলাম আলিম মাদ্রাসায় পড়ালেখা শুরু করি। ২০১৯ সালে ৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দেই এবং জিপিএ ৪.৪৩ পাই। ২০২২ সালে রামপুরার মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৪.৫৮ পেয়ে পাশ করি।’

বেলায়েত জানান, এরই ধারবাহিকতায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছে হয় তার। এ কারণে ৫৫ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বয়সের কারণে আগে থেকেই অবহিত করেছিলেন, তিনি ভর্তি হতে পারবেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পড়ার ইচ্ছা ছিল বলে জানান বেলায়েতের।

তিনি বলেন, ‘একটি দৌড় প্রতিযোগিতায় যদি পিছুটান থাকে তাহলে কতটুকু এগিয়ে যাওয়া সম্ভব সেটা সবাই জানে। তারপর আবার গত ১৭দিন থেকে আমি অসুস্থ। এই শরীর নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাব। চেষ্টা করে দেখি সাগরের মধ্যে কতটুকু সাঁতার দিতে পারি।’

এ বিভাগের আরো খবর