জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের জন্মদিনে কোনো কর্মসূচি না থাকায় সোহেল তাজের আক্ষেপের পর তার স্মরণে ফেসবুকের অফিশিয়াল পেজে দুটি পোস্ট দিয়েছে আওয়ামী লীগ।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদের ৯৭তম জন্মবার্ষিকী ২৩ জুলাই। কিন্তু আওয়ামী লীগ থেকে এ লক্ষ্যে কোনো কর্মসূচির ঘোষণা ছিল না। এমনকি দলটির ফেসবুক পেজেও এদিন বেলা ১১টা পর্যন্ত কোনো পোস্ট ছিল না।
বিষয়টি লক্ষ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ আওয়ামী লীগের ফেসবুকের অফিশিয়াল পাতার দুটি পোস্টে মন্তব্য করেন। এর একটি পোস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসন পদক দেয়ার লাইভ ভিডিও। আরেকটি দলটির গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সাপ্তাহিক আয়োজন ‘রাজনীতির সাতকাহন’ সংক্রান্ত।
পোস্ট দুটি নিউজবাংলার দৃষ্টিতে এলে এ নিয়ে দুপুরে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি এ বিষয়ে কিছু বলতে পারেননি। পরে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।
বেলা দেড়টার দিকে কথা হয় উপদপ্তর সম্পাদক সায়েম খানের সঙ্গে। তিনি সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলার অনুরোধ করেন। কিন্তু আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকায় সন্ধ্যা পর্যন্ত দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রহমানসহ একাধিক নেতাকে ফোন করেও বলা সম্ভব হয়নি।
এরই মধ্যে বেলা ২টা ও ৩টার দিকে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পাতায় তাজউদ্দীন আহমদকে স্মরণ করে এবং তার অবদান তুলে ধরে পরপর দুটি পোস্ট দেয়া হয়।
অবশ্য পোস্টটি দেয়ার আগে সোহেল তাজ আওয়ামী লীগের ফেসবুক পেজের আরেকটি পোস্টের নিচে এ নিয়ে একটি মন্তব্য করেন। তারপর আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে তাজউদ্দীনকে নিয়ে পোস্টটি দেয়া হয়।
সোহেল তাজ তার মন্তব্যে বলেন, ‘আজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং স্বাধীনতা সংগ্রামকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদের ৯৭তম জন্মবার্ষিকী। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে অন্তত একটা পোস্ট আশা করছিলাম।
আওয়ামী লীগের ফেসবুক পেজে তাজউদ্দীন আহমদকে নিয়ে দেয়া পোস্টে বলা হয়, ‘২৩ জুলাই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং মুক্তিযুদ্ধকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদের ৯৭তম জন্মবার্ষিকী। বঙ্গতাজের জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।’
সোহেল তাজের মন্তব্যের জবাবে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে বলা হয়, দল থেকে সাধারণত মহান নেতাদের শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেয়া হয় দিনের শেষভাগে, যখন ব্যবহারকারী বেশি থাকে (ট্রাফিক)। মন্তব্যের সঙ্গে তাজউদ্দীন আহমদকে নিয়ে দেয়া পোস্টটির লিংক দেয়া হয়।