গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
বনমালা টিভিএস কারখানার সামনে শনিবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১০ বছর বয়সী নিহত ফাতেমা হক এলাকার দুবাইপ্রবাসী শামছুল হক ও রিতা বেগমের মেয়ে। সে স্থানীয় সাহাজ উদ্দিন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ফাতেমা তার ফুপুর সঙ্গে দত্তপাড়ার টেকপাড়া এলাকায় থাকত।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফাতেমা তার ফুপি শাহানাজ বেগমের সঙ্গে অটোরিকশায় স্কুলে যাচ্ছিল। এ সময়ে পেছন থেকে কহিনুর ক্যামিক্যাল লিমিটেডের একটি স্টাফ বাস তাদের ধাক্কা দিলে অটোরিকশা থেকে ছিটকে বাসের সামনের চাকার নিচে পড়ে ফাতেমা। পরে ঘটনাস্থলেই সে মারা যায়।
মরদেহ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী ৩০ মিনিটের জন্য বনমালা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পুলিশের আশ্বাসে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছে বলে জানান ওসি।