বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কমলাপুর ছেড়ে শাহবাগে অবস্থান নিয়েছেন রনি

  •    
  • ২১ জুলাই, ২০২২ ২২:১৪

রনি বলেন, ‘আমরা পরিকল্পনা করেছিলাম যে কমলাপুর রেলওয়ে স্টেশনের ভেতরে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে সবাইকে আহ্বান জানাবো আমাদের সঙ্গে আসার জন্য। কিন্তু রেলওয়ে পুলিশ ও আনসার বাহিনী আমাদের ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তারা আমাদের সঙ্গে থাকা মেয়েদের গায়েও হাত তুলেছে।’

কমলাপুরে রেলস্টেশন ছেড়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। কমলাপুরে অবস্থানের সময় রেলওয়ে পুলিশ ও আনসার বাহিনীর হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

রেলে অব্যবস্থাপনার প্রতিবাদে পূর্বঘোষিত ৬ দফা দাবি না মানা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার কমলাপুর রেলস্টেশনের বাইরে এমন ঘোষণা দেন তিনি। এরপর রনি ও তার সঙ্গীরা স্টেশনে টিকিট কাউন্টারের সামনে অবস্থান নেন। দেড় ঘণ্টার মতো অবস্থান শেষে তিনি কমলাপুর রেলস্টেশন ত্যাগ করেন।

রাত পৌনে ৮টায় তিনি শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০জন শিক্ষার্থীও অবস্থান নেন।

রনি বলেন, ‘আমরা পরিকল্পনা করেছিলাম যে কমলাপুর রেলওয়ে স্টেশনের ভেতরে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে গান গাইব। সবাইকে আহ্বান জানাবো আমাদের সঙ্গে আসার জন্য। কিন্তু রেলওয়ে পুলিশ ও আনসার বাহিনী আমাদের ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তারা আমাদের সঙ্গে থাকা মেয়েদের গায়ে হাত তুলেছে।’

রনি বলেন, ‘আগে আমাদের ছয় দফা দাবি ছিল। এখন নতুন করে এক দাবি যোগ করছি। আমাদের সঙ্গে ধাক্কাধাক্কি ও মেয়েদের হেনস্থা করার ঘটনায় জড়িতদের বিচার চাই।’

এদিকে দাবি আদায়ে রনি ও তার সঙ্গীরা শাহবাগে অবস্থান নেয়ার পর রমনা জোনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার বায়েজিদ ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার তাদের অবস্থান কর্মসূচি অন্য জায়গায় সরিয়ে নেয়ার অনুরোধ করেন। রনি ও তার বন্ধু সেখানেই অবস্থান করবেন জানালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফিরে যান। তবে অবস্থান কর্মসূচিস্থলের বিপরীত পাশে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার বলেন, ‘আমরা তাদের মোড়ের পাশ থেকে সরে জাদুঘরের সামনে অবস্থান নেয়ার অনুরোধ করেছি। তবে তারা তাদের অবস্থান থেকে সরেনি। তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালালে আমাদের কোনো আপত্তি নেই।’

রনি বাংলাদেশ রেলওয়েতে নানামুখী অব্যবস্থাপনার বিরুদ্ধে ছয় দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছেন মহিউদ্দিন রনি। সবশেষ বুধবার রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালকের হাতে ছয় দাবি উল্লেখ করে স্মারকলিপি দিয়ে এসব দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তিনি।

বৃহস্পতিবার সেই আল্টিমেটাম শেষ হলে বিকেল ৫টায় তিনি সংবাদ সম্মেলন করে কমলাপুর রেলওয়ে স্টেশনেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে সেখানে দেড় ঘণ্টা অবস্থান শেষে শাহবাগে চলে আসেন রনি ও তার সঙ্গীরা।

এ বিভাগের আরো খবর