গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে রাঙ্গামাটির বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নের দূরছড়ি বাজার পুড়ে গেছে। ভস্মীভূত হয়েছে ৬৯টি দোকান ও বসতঘর।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকানে আগুন ধরে যায়। সে আগুন দ্রুত পুরো বাজারে ছড়িয়ে পড়ে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, ‘বাজারের একটি গ্যাস, পেট্রল দোকান থেকে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত। বাজারের ৬৯টি দোকান ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
খেদারমারা ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা বলেন, ‘প্রায় দেড় ঘণ্টা পর খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।’
বাজারের হোমিওপ্যাথিক চিকিৎসক প্রদীপ চাকমা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। দেড় ঘণ্টার বেশি সময় ধরে পুড়েছে বাজারটি। বাঘাইছড়িতে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।
বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস চালুর বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে বলে জানান রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, ‘বাঘাইছড়ির দূরছড়ি বাজারের অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। সেখানে নৌ ও ফায়ার সার্ভিস স্থাপনের জন্য মন্ত্রণালয়ে কয়েকবার চিঠি দেয়া হয়েছে। আশা করি শিগগিরই এর সমাধান হবে।’
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার বলেন, ‘একটি দোকানে জ্বলন্ত সিগারেট গ্যাস সিলিন্ডারে ফেললে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ৬৯টি দোকান ও বসতঘর পুড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।’