বাংলাদেশ সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ইন্টারকম মেরামতের কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। ৪৫ বছর বয়সী ব্যক্তির নাম মুজাহিদ উদ্দিন।
ঘটনাটি ঘটে বুধবার বিকেলে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
তার সহকর্মী মনিরুজ্জামান রনি বলেন, ‘আমরা সেগুনবাগিচায় টয়েনবি সার্কুলার রোডে আলী কম্পিউটারের কাজ করি। সেখান থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ইন্টারকমের ত্রুটি ঠিক করতে যাই। সেখানে ৬ নম্বর ভবনের তৃতীয় তলায় মইয়ের ওপর দাঁড়িয়ে মুজাহিদ কাজ করছিল। সে সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।’
ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘সচিবালয়ের সমাজকল্যাণ দপ্তর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন টেকনিশিয়ানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত মুজাহিদ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোগরাকুল গ্রামের আবুল খায়েরের ছেলে।