বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফখরুলকে পড়াশোনা করতে বললেন তথ্যমন্ত্রী

  •    
  • ২০ জুলাই, ২০২২ ২০:৩৭

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আমি মির্জা ফখরুল সাহেবকে পড়াশোনা করতে বলব, তিনি শিক্ষক ছিলেন আমিও শিক্ষকতা করি, এখনও পার্টটাইম পড়াই। মাস্টার হিসেবে একজন প্রাক্তন মাস্টারের কাছে তাই পড়াশোনা করতে অনুরোধ করছি। মাস্টার সমাজের যাতে বদনাম না হয়, সে জন্য তার একটু পড়াশোনা দরকার।’

সঠিক তথ্য জানতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পড়াশোনা করতে বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মূল্যস্ফীতি নিয়ে মির্জা ফখরুলের এক বক্তব্যের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের চেয়ে বাংলাদেশে মূল্যস্ফীতি কম।

পদ্মা সেতুভিত্তিক সাত খণ্ডের সংবাদ সংকলন প্রকাশ করেছে তথ্য অধিদপ্তর। সচিবালয়ে বুধবার এসব সংকলনের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, ‘আমি মির্জা ফখরুল সাহেবকে পড়াশোনা করতে বলব, তিনি শিক্ষক ছিলেন আমিও শিক্ষকতা করি, এখনও পার্টটাইম পড়াই। মাস্টার হিসেবে একজন প্রাক্তন মাস্টারের কাছে তাই পড়াশোনা করতে অনুরোধ করছি। মাস্টার সমাজের যাতে বদনাম না হয়, সে জন্য তার একটু পড়াশোনা দরকার। তাকে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির দিকে একটু তাকাতে বলব।

‘৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হচ্ছে যুক্তরাষ্ট্রে, সেটি ৮ দশমিক ৬ শতাংশ। একই সময়ে যুক্তরাজ্যে ৯ দশমিক ১ শতাংশ, জার্মানিতে ৭ দশমিক ৯, রাশিয়ায় ১৭ দশমিক ১, তুরস্কে ৭৩ দশমিক ৫, নেদারল্যান্ডসে ৯ দশমিক ৬ শতাংশ।’

মন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ায় শ্রীলংকায় ৩৯ দশমিক ১ শতাংশ, পাকিস্তানে ১৩ দশমিক ৮ শতাংশ, ভারতেও ৭ শতাংশের ওপরে মূল্যস্ফীতি। আমাদের দেশে মে মাস পর্যন্ত সেটি ৬ শতাংশের একটু ওপরে ছিল, সাম্প্রতিক সময়ে বেড়ে ৭ শতাংশ হয়েছে, যেটি পত্রপত্রিকায় এসেছে।

‘দেশে এখনও এই কম মূল্যস্ফীতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারণেই সম্ভবপর হয়েছে। বিশ্ববাজারে ধীরে ধীরে ভোগ্যপণ্যের দাম কমছে, আমরা আশা করছি দু-এক মাসের মধ্যে আমরা এর সুফল পাব।’

বিএনপির এক সমাবেশের কথা জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘অফিসে আসার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখেছি জনাপঞ্চাশেক মানুষ দাঁড়িয়ে বিক্ষোভ করছে। আশপাশের গাছে তার চেয়ে বেশি কাক বসে আছে। তারা সাড়ে ১৩ বছরের বেশি সময় ধরে আন্দোলনের হুমকি-ধমকি দিলেও জনগণ এর মাঝেই আমাদের আরও দুবার দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

‘এ ধরনের হুমকি-ধমকি তাদের হাস্যস্কর বানাচ্ছে, এসবে কাজ হবে না। দেশে যথাসময়ে নির্বাচন হবে এবং সংবিধান অনুযায়ী হবে। সংসদীয় গণতন্ত্রের দেশ ভারত, ইংল্যান্ড, কন্টিনেন্টাল ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপানে যেভাবে নির্বাচন হয় ঠিক একইভাবে নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে।’

দেশের জ্বালানি সাশ্রয় বিষয়ে তিনি বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা যথার্থ। দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত অর্থবছরে ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।

‘প্রথমত করোনা, দ্বিতীয়ত ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা চলছে। ইউরোপের ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়ামসহ সারা পৃথিবীতে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে ক’দিন আগে সব নাগরিকের কাছে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে মোবাইলে বার্তা পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর