কক্সবাজারের ইনানী সৈকতে গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে।
হোটেল রয়েল টিউলিপের সামনে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ১৬ বছরের মো. আবদুল্লাহর এ বছর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। তার বাবা কর্নেল মো. শহিদ সামরিক বাহিনীর চিকিৎসক। তাদের বাসা রাজধানীর মহাখালীর ডিওএইচএসে। নিখোঁজের সময় তার মা ও কয়েকজন আত্মীয় সঙ্গে ছিলেন। তারা ঢাকা থেকে কক্সবাজারে ঘুরতে যান।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক অলিউর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আবদুল্লাহ পরিবারের অন্যদের সঙ্গে বে ওয়াচ ও সি পার্ল বিচ রিসোর্টের মাঝামাঝি সৈকতে গোসলে নামে। গোসল শেষে সবাই উঠে এলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘ইনানীর ট্যুরিস্ট পুলিশ উদ্ধার করার কাজ শুরু করেছে। উদ্ধার তৎপরতার জন্য লাইফগার্ড ও বিচকর্মীদেরও খবর দেয়া হয়েছে।’
বিচকর্মীদের ইনানীর ইনচার্জ বেলাল উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘বিচকর্মী ও লাইফগার্ডের একটি উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছি।’