শেরপুরের নালিতাবাড়ীতে অন্তঃসত্ত্বাকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুজাত আলী নামে ওই ব্যক্তিকে মঙ্গলবার দুপুরে উপজেলার গোল্লারপাড় গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়। ওই বাড়ি থেকে দুপুরে উদ্ধার করা হয় তার স্ত্রী সমেলা খাতুনের মরদেহ। রাতে সুজাতের নামে হত্যা মামলা হয়।
সমেলার বয়স ১৯ বছর। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল।
সমেলার পরিবারের বরাতে তিনি জানান, প্রায় এক বছর আগে সুজাত আলীর সঙ্গে তার বিয়ে হয় পারিবারিকভাবে। তাদের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। সবশেষ সোমবার রাতে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। মধ্যরাতে আশঙ্কাজনক অবস্থায় সমেলাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সুজাত। সেখান থেকে নেয়া হয় শেরপুর সদর হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ নিয়ে বাড়ি ফিরে যান সুজাত।
পুলিশকে সুজাত জানান, রাতে ঝগড়ার পর সমেলা তার অগোচরে গলায় ফাঁস দেন। তা টের পেয়ে তিনি নিজেই স্ত্রীকে নামিয়ে হাসপাতালে নেন। তবে সমেলার পারিবারের অভিযোগ, সুজাতই তাকে হত্যা করেছেন।
ওসি বছির জানান, ময়নাতদন্তের জন্য সমেলার মরদেহ শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যায় তারর ভাই সবেদ আলি সুজাতসহ তিন জনের নামে মামলা করেছেন।