বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মামুনুলের মুক্তিতে সিইসির সহায়তা চায় খেলাফত মজলিস

  •    
  • ১৯ জুলাই, ২০২২ ১৭:২৮

সিইসি বলেন, ‘রাজনীতি এমনই একটা জিনিস, কেউ জেলে থাকে, কেউ বাইরে থাকে। তো এটা হয়। এখানে আপনাদেরই সোচ্চার হতে হবে। আপনারা যদি মনে করে থাকেন, আপনাদের নেতাদেরকে বেআইনিভাবে কারাবন্দি করে রাখা হয়েছে, তাহলে আপনাদেরকেই সোচ্চার হতে হবে এবং সরকারের কাছে আবেদন রাখতে হবে তাদেরকে যেন মুক্তি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেয়া হয়।’

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় সংগঠন থেকে বাদ পড়া নেতা মামুনুল হককে মুক্ত করতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিউল আউয়ালের সহযোগিতা চাইল তার দল খেলাফত মজলিস।

তবে সিইসি তাদেরকে কোনো আশ্বাস দেননি। বলেছেন, এটা তার দেখার বিষয় নয়।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে লিখিত বক্তব্যে এ সহায়তা কামনা করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব জালালুদ্দীন আহমেদ।

এই আলোচনায় দলটিকে ডাকা হয় আগামী জাতীয় নির্বাচন নিয়ে।

দেশ চালাতে হলে তাদের কথা শুনতে হবে, নইলে সারা দেশ অচল করে দেয়া হবে- এমন ‍হুমকি দেয়া মামুনুল হককে গত বছরের ১৮ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। পরে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সহিংসতার মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর পাশাপাশি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে এক নারীকে নিয়ে অবরুদ্ধ হওয়ার পর তাকে স্ত্রী দাবি নিয়ে বিপাকে পড়েন মামুনুল। তাৎক্ষণিকভাবে তাকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করলেও সেই নারীই তার বিরুদ্ধে করেছেন ধর্ষণ মামলা। এই মামলাতেও বিচার চলছে তার।

এর মধ্যে মামুনুলকে সংগঠন থেকে বাদ দিয়েছে হেফাজত। পাশাপাশি বাদ দেয়া হয়েছে বিএনপি-জামায়াতের সঙ্গে জোটবদ্ধ সব নেতাকে। বিএনপি-জামায়াত জোট থেকে বের হয়ে গেছে দুটি দল। এরপর হেফাজতের সাবেক কয়েকজন নেতা জামিন পেলেও মামুনুলের মুক্তি আর হয়নি।

খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমাদের সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ অনেক নেতৃবৃন্দ দীর্ঘদিন কারাগারে বন্দি রয়েছে। তাই অতি দ্রুত তাদের মুক্তির জন্য আপনার সহযোগিতা কামনা করছি।’

তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, ‘রাজনীতি এমনই একটা জিনিস, কেউ জেলে থাকে, কেউ বাইরে থাকে। তো এটা হয়। এখানে আপনাদেরই সোচ্চার হতে হবে।

‘আপনারা যদি মনে করে থাকেন, আপনাদের নেতাদেরকে বেআইনিভাবে কারাবন্দি করে রাখা হয়েছে, তাহলে আপনাদেরকেই সোচ্চার হতে হবে এবং সরকারের কাছে আবেদন রাখতে হবে তাদেরকে যেন মুক্তি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেয়া হয়।’

সংলাপে খেলাফল মজলিসের ১১ সদস্যের প্রতিনিধি দল, চার নির্বাচন কমিশনার ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর