মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন এক নারী। তাকে ও আহত আরেক নারীকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় আটক হন তাদের তিন বন্ধু।
চিকিৎসক জানিয়েছেন, আটক তিন তরুণ মদ্যপ অবস্থায় ছিলেন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে নামে পরিচিত বঙ্গবন্ধু মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগরের উমপাড়া এলাকায় সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটলেও তা জানাজানি হয় মঙ্গলবার।
হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাত ২টার দিকে উমপাড়া এলাকায় বেপরোয়া গতিতে চলছিল একটি মোটরসাইকেল। সেটি সড়ক ব্যারিকেডে ধাক্কা লেগে পড়ে গেলে নিহত হন বৃষ্টি নামের এক নারী। আহত হন মোটরসাইকেলের আরেক আরোহী জান্নাতুল ফেরদৌস ও চালক আহসান রবি। হতাহতরা সবাই বন্ধু।
এসআই আরও জানান, দুর্ঘটনার পর দুই তরুণীকে সেখানে রেখেই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করেন আহসান। সামনে আরও একটি বাইকে তাদের আরও দুই বন্ধু ছিলেন। আহসানের শরীরেও আঘাতের কিছু চিহ্ন ছিল। দুই মোটরসাইকেলে চার তরুণ পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় পৌঁছালে টহল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটকায়। আহসানের হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখে তাকে ও অন্য দুই তরুণকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে তারা দুর্ঘটনার বিষয়টি তখনও পুলিশকে জানায়নি।
এসআই জহিরুল জানান, এরই মধ্যে দুর্ঘটনায় নিহত ও আহত দুই তরুণীকে ওই হাসপাতালেই নিয়ে আসে হাইওয়ে পুলিশ। আহত জান্নাতুল ওই তিন তরুণের একজনকে দেখে ফেলেন। তিনি পুলিশকে দুর্ঘটনার বিষয়টি জানান। এরপর পুলিশ আহসান ও তার দুই বন্ধুকে আটক করে।
আহসানের অন্য দুই বন্ধু হলেন মোশারফ হোসেন ও মো. সুমন।
আহত জান্নাতুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
তিনি বলেন, ‘রাজধানী থেকে মোটরসাইকেলে কয়েক যুবক ওই তরুণীদের নিয়ে মাওয়ার দিকে যাচ্ছিলেন। একটি মোটরসাইকেলে ওই দুই তরুণী ও আহসান ছিল। অন্যরা আগে চলে যায়। পেছনে থাকা আহসানের বাইক দ্রুতগতিতে সড়ক ব্যারিকেডের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
‘এর মধ্যে পদ্মা সেতুর উত্তর থানা পুলিশ টোলপ্লাজা অতিক্রমের চেষ্টাকালে আটক হওয়া তিন যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। তাদের একজনের হাত-পায়ে কাটাছেঁড়া ছিল। আহত নারী তাকে দেখে চিনে ফেলেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহিয়া বেগম জানান, প্রাথমিক পরীক্ষা করে জানা গেছে ওই তিন তরুণ মদ্যপ অবস্থায় ছিলেন।