পাঁচ বছরের একমাত্র ছেলেকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ইউসুফ আলী। হঠাৎ ছেলে মহাসড়ক পার হতে দৌড় দেয়। সামনে গাড়িও চলে আসায় ছেলেকে বাঁচাতে পিছু ছোটেন ইউসুফ। এ সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান চাপা দেয় বাবা-ছেলেকে। ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও এলাকায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত দুজন হলেন কান্দিগাঁও গ্রামের ৫৫ বছরের ইউসুফ আলী ও তার ৫ বছরের ছেলে মোহাম্মদ আলী। আগামী ২৪ জুলাই শনিবার ইউসুফ আলীর ব্রুনাইতে যাওয়ার কথা ছিল।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহম্মেদ।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ইউসুফ আলী তার ছেলে মোহাম্মদ আলীকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ মোহাম্মদ আলী দৌড়ে মহাসড়ক পারাপারের চেষ্টা করে। ছেলেকে বাঁচাতে পেছনে ছোটেন ইউসুফ। এ সময় সিলেটগামী দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় দুজনই ঘটনাস্থলে মারা যান।
ওসি বলেন, ‘দুর্ঘটনার পর পিকআপচালক দ্রুত পালিয়ে যায়। পরে মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেন স্থানীয়রা। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে চলাচল স্বাভাবিক করেন।’