জেকেজি হেলথ কেয়ারের শীর্ষ কর্মকর্তা ডা. সাবরিনা আরিফ ও তার স্বামী আরিফুল চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার নামে প্রতারণা ও জাল সনদ দেয়ার অভিযোগের মামলায় রায় ঘোষণা করা হবে মঙ্গলবার।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন দুপুরে এ মামলার রায় ঘোষণা করবেন। এরই মধ্যে আসামিদের কারাগার থেকে আদালতে এনে হাজতখানায় রাখা হয়েছে। নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
অভিযোগপত্রের অন্তর্ভুক্ত সাবরিনা ও আরিফ ছাড়া অন্য আসামিরা হলেন সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, শফিকুল ইসলাম, জেবুন্নেছা রিমা ও বিপ্লব দাস। বর্তমানে সবাই কারাগারে রয়েছেন।
আসামিপক্ষের দাবি, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি ৭ বছরের কারাদণ্ড প্রত্যাশা করছে।
করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই জাল সনদ দেয়ার মামলায় ২০২০ সালের ২৩ জুন জেকেজির সিইও আরিফুল হক চৌধুরীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এরপর ওই বছরের ১২ জুলাই সাবরিনাকে গ্রেপ্তার করে।
মামলার দুই মাসের মাথায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৭০/২৬৯/৪০৬/৪২০/৪৬৫/৪৬৬/৪৭১/৩৪ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় বিচারিক আদালত। এ ধারাগুলোর মধ্যে দণ্ডবিধি ৪২০ ধারায় সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ড।