বিকেলে বিল্লালকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টায় তার মৃত্যু হয়।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বিল্লাল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার এসআই মো. আব্দুল জব্বার জানান, বিকেলে বিল্লালকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, ‘আশপাশ ও ভাসমান লোকজনের মাধ্যমে তার নাম জানতে পেরেছি। তিনি ভাসমান মানুষ ছিলেন। তার পরিচয় এখনও জানা যায়নি।’
তিনি কীভাবে মারা গেছেন তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।