নরসিংদীতে একই দিনে দুই ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
নরসিংদী পৌর শহর ও রায়পুরায় সোমবার এই দুর্ঘটনাগুলো ঘটে।
তথ্যগুলো নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইমায়েদুল জাহেদী।
তিনি জানান, বিকেলে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন আব্দুল করিম নামে এক বৃদ্ধ। স্বজনরা এসে মরদেহ শনাক্ত করলে রাতে তা হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দুপুরে রায়পুরায় শ্রীনিধি ও মেথিকান্দা স্টেশনের মাঝে এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তার পরিচয় জানা যায়নি। তিনি ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। মরদেহ রাত ১০টা পর্যন্ত রেলওয়ে ফাঁড়িতে রাখা হয়। স্বজনদের খোঁজ না পাওয়ায় তা ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।