বাগেরহাটে নাশকতা মামলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দীন মোল্লা সুজন ও জামায়াতের তিন নেতাসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার বিকেলে বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মো. আছাদুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোর্ট পুলিশ পরিদর্শক দিলীপ সরকার নিউজবাংলাক এসব তথ্য নিশ্চিত করেন। যুবদল নেতা সুজাউদ্দীন মোল্লা সুজনসহ বাকি আসামিরা হলেন বাগেরহাট সদর থানা জামায়াতের সেক্রেটারি তাজমুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ফেরদৌস, জেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম এবং শ্রমিক নেতা হাসান ও রুবেল।
যুবদলের সাধারণ সম্পাদকের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, ‘উচ্চ আদালত থেকে নেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় যুবদল ও জামায়াতের নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে।’ পুলিশ জানায়, গত ২৬ মে বাগেরহাট সদরের ডেমা এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় মামলা হয়।