বরগুনার আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ যাত্রী।
আহতদের উদ্ধার করে পটুয়াখালী ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়কের ব্রিকফিল্ড এলাকায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩০ বছরের মো. রিয়াদের বাড়ি গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামে। তার বাবার নাম জানা যায়নি।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শনিবার রাতে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসে রাজিব পরিবহনের একটি বাস। রোববার সকালে ব্রিকফিল্ড এলাকায় পৌঁছালে আমতলী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের আট যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পটুয়াখালী ও বরিশাল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মারা যান রিয়াদ।ওসি মিজানুর রহমান বলেন, ‘বাস ও ট্রাক জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপাররা পালিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’