ময়মনসিংহে অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নিশাত মেহের শনিবার বিকেলে এ অভিযান চালান। এ সময় রেলওয়ে থানা পুলিশ সহায়তা করে।
দণ্ডপ্রাপ্ত ২২ বছর বয়সী যুবকের নাম শামীম মিয়া। তার বাড়ি নগরীর বাঘমারা মেডিক্যাল গেট এলাকায়।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ।
তিনি বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসে, ময়মনসিংহ রেলওয়ে জংশনে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
‘এ সময় দেখা যায়, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের শোভন কোচের একটি টিকিটের দাম ৩৮৫ টাকা। কিন্তু কাউন্টারে টিকিট না থাকায় বুকিং কাউন্টারের সামনে সেই টিকিটই এক হাজার টাকায় বিক্রি করছিলেন ওই যুবক। এ সময় তাকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘তার কাছে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৬টি টিকিট পাওয়া যায়। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।’