দেশের সব প্রতিবন্ধীর পুনর্বাসন ও স্থায়ী নিবাসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
লালমনিরহাটে সরকারি শিশু পরিবারের ২৫ শয্যার শান্তি নিবাসের উদ্বোধন অনুষ্ঠানে শনিবার তিনি এসব কথা বলেন। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ শান্তি নিবাসে ৬০ বছর বয়সের বেশি বয়সী নারী ও পুরুষরা থাকতে পারবেন।
শনিবার বিকেল ৪টায় শান্তি নিবাসের উদ্বোধন করেন মন্ত্রী। পরে তিনি জেলা সমাজসেবা কার্যালয়ের আলোচনা সভায় অংশ নেন।
জেলা সমাজসেবার উপপরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে জেলা প্রশাসক মো. আবু জাফর, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পিডি মো. সাদেকুল ইসলামসহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘সব প্রতিবন্ধীকে পুনর্বাসন করা হবে। তাদের স্থায়ী নিবাসের ব্যবস্থা করা হবে। প্রতিবন্ধীদের জন্য করা বিদ্যালয়ের স্বীকৃতির পাশাপাশি এমপিওভুক্ত করা হবে।
‘প্রধানমন্ত্রী ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন প্রতিবন্ধীদের জন্য কাজ করে। তারা প্রতিবন্ধীদের কথা সব সময় ভাবেন। সরকার প্রতিবন্ধীদের জন্য নতুন নতুন ভবন নির্মাণ করছে। এখানে তারা যেমন শান্তিতে থাকতে পারবে, তেমনি তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও হবে।’
এর আগে মন্ত্রী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের মাসিক সভায় যোগ দেন। সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।