কোরবানির ঈদ শেষে রোববার থেকে পুরোপুরি সচল হচ্ছে কর্মক্ষেত্র। আর তাই আগের দিন শনিবার সারা দেশ থেকে ঢাকামুখী যানবাহনের প্রচণ্ড চাপ মহাসড়কে। ঈদের আগে-পরে কয়েক দিন সড়ক অনেকটা নিরাপদ থাকলেও শনিবার ভোর থেকে যেন শুরু হয়েছে মৃত্যুর মিছিল।
বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় বিকেল ৫টা পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
প্রতিবেদনটি তৈরি করা হয়েছে নিউজবাংলার জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী।
ময়মনসিংহ: জেলার ত্রিশালে ট্রাকের চাপায় শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আর ঘটনাস্থলেই নিহত নারীর গর্ভে থাকা সন্তান ভূমিষ্ঠ হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কোর্ট বিল্ডিং এলাকায় শনিবার বেলা সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা উপজেলার ত্রিশাল ইউনিয়নের রায়মনি এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল আমিন নিউজবাংলাকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক ময়মনসিংহের দিকে আসছিল। বেলা সোয়া ৩টার দিকে ত্রিশালের কোর্ট বিল্ডিং এলাকায় আসতেই সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক দম্পতিসহ তাদের সাত বছর বয়সী ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন।
এ সময় নিহত নারীর গর্ভে থাকা সন্তান ভূমিষ্ঠ হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আর দম্পতির আহত শিশুটিকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নবজাতক হাতে আঘাত পেলেও এখনও সুস্থ আছে।
সিরাজগঞ্জ: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার খালকুলা দবিরগঞ্জ এলাকায় শনিবার দুপুর ১টার দিকে বাস ও দুটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি বলেন, ‘দুপুরের দিকে ঢাকাগামী একটি বাস খালকুলা দবিরগঞ্জ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ সময় পেছনে থাকা আরও একটি ট্রাক এসে ধাক্কা দেয়।
‘এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে।’
পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
বগুড়া: কাহালুর দরগাহাটের কালিয়ারপুকুর এলাকায় শনিবার সকালে পিকআপের ধাক্কায় প্রাইভেট কারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুবেল রানা নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন আব্দুর রহমান, টগর, তানসেন আলী ও প্রাইভেট কারের চালক। তাদের মধ্যে আব্দুর রহমানকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। আহত শাকিলকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
টাঙ্গাইল: মির্জাপুরে বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত হয়েছেন চার যাত্রী। আহত হয়েছেন বাসের আরও পাঁচ যাত্রী। উপজেলার ধুল্যা মুনসুর এলাকায় শনিবার ভোরে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনার পর মির্জাপুরে ফের প্রাণ হারান মাসহ দুই শিশু।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় রাস্তা পার হওয়ার সময় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মির্জাপুর উপজেলার বাঁশতৈল এলাকার মাসুদ মিয়ার স্ত্রী ৩৫ বছরের পারভীন বেগম, তার ছেলে ১০ বছরের সুমন ও মেয়ে ৮ বছরের সাদিয়া।
ঝিনাইদহ: কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায় শনিবার সকালে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান ৮০ বছরের লোকমান হোসেন। উপজেলার খোসালপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।
কালীগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বাড়ি থেকে সবজি নিয়ে আলমসাধুতে করে অন্যদের সঙ্গে উপজেলার বারোবাজার যাচ্ছিলেন কৃষক লোকমান। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়েন লোকমান হোসেনসহ আরও চারজন। গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেয়া হলে লোকমান মারা যান।
আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসি।
চট্টগ্রাম: ফটিকছড়িতে পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের ছেলেসহ আরও তিনজন।
উপজেলার মির্জারহাট কোটবাড়িয়া এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত শারমিন আক্তার ভুজপুর থানার শৈলকুপা এলাকার আবু তাহেরে স্ত্রী। আহতরা হলেন শারমিন আক্তারের ৯ বছর বয়সী ছেলে মোবারক হোসেন, ১২ বছর বয়সী ভাগনি শম্পা কলি এবং অটোরিকশার চালক।
ভুজপুর থানার উপপরিদর্শক (এসআই) সুমন বলেন, ‘উপজেলার রামগড় সড়কে নারায়ণহাটমুখী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান চাপা দিলে চার যাত্রী আহত হন।
‘তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’
গাজীপুর: পুবাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৪টায় পুবাইলের কলেজ গেট এলাকায় ট্রাকের চাপায় নিহত হন লেগুনার এক যাত্রী। আহত হন সাতজন।
অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে শুকুন্দিরবাগ এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষে নিহত হন এক যাত্রী।
নিহতরা হলেন শেরপুর জেলার মাঝপাড়া থানার গোলাম রাব্বানীর ছেলে মনিরুজ্জামান মনির ও নরসিংদী জেলার মনোহরদী থানার কেরানীনগর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম হোসেন।
পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম বলেন, শনিবার ভোরে কলেজ গেট এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক লেগুনাকে চাপা দিলে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান। আহত অবস্থায় সাত যাত্রীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নীলফামারী: নীলফামারীর জলঢাকায় ভ্যানে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন একজন।
জলঢাকা থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক জানান, শনিবার সকাল ১০টার দিকে টেঙ্গনমারী-মীরগঞ্জ সড়কের কিসামত বটতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ভ্যানে সবজি নিয়ে টেঙ্গনমারী বাজারের দিকে যাচ্ছিলেন ৪৫ বছরের আজিজুল হক। এ সময় একটি ট্রাক যাওয়ার সময় ভ্যানটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান আজিজুল। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত আজিজুলের বাড়ি জলঢাকা উপজেলার আরাজি কাঁঠালি বালাপাড়া এলাকায়।
হবিগঞ্জ: জেলার নবীগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের রুস্তমপুর টোল প্লাজার সামনে এই ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ এ ঘটনা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের আবুল হোসেন চৌধুরীর স্ত্রীর বকুল বেগম, ছাত্রদল নেতা এহিয়া চৌধুরী জাবেদ এবং দৌলপুর গ্রামের সিএনজি অটোরিকশার চালক রব্বান মিয়া।
ওসি জানান, মিতালি পরিবহনের একটি বাস সিলেট যাচ্ছিল। নবীগঞ্জের রুস্তমপুর টোল প্লাজার সামনে বাসটির সঙ্গে একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন।
আহতদের নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও দুই জন মারা যান।
রাজশাহী: জেলার মোহনপুরে বাসচাপায় জুয়েল হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী সুলতানা রুমা।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাঁকোয়া গ্রামে রাজশাহী-নওগাঁ মহাসড়কের টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
৩১ বছর বয়সী জুয়েল হোসেনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের কুরকুটি গ্রামে। তিনি বগুড়ার আদমদিঘি থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে তারা কর্মস্থলে ফিরছিলেন।
গুরুতর আহত সুলতানা রুমাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, জুয়েল হোসেন মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে নওগাঁ থেকে রাজশাহী ফিরছিলেন। মোহনপুরের সাঁকোয়া গ্রামে একটি বাস তাদের চাপা দেয়। এতে জুয়েল ঘটনাস্থলে নিহত হন।
কেশরহাট তেল পাম্পের সামনে বাস রেখে বাসচালক পালিয়ে গেছেন। পরে মোহনপুর থানা পুলিশ বাসটি জব্দ করে থানায় নেয়।
মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, বাসটি থানায় নেয়া হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।