হবিগঞ্জের বাহুবলে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে ৪ জনের মৃত্যু হয়েছে।
উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের জরিনা বেগম, নেদি বেগম, আয়াতুন্নেছা ও হুর বানু। এর মধ্যে আয়াতুন্নেছা ও হুরবানু সম্পর্কে জা। অন্য দুজন তাদের প্রতিবেশী।
এসব তথ্য নিশ্চিত করেছেন বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল খায়ের।
তিনি জানান, জরিনা বেগমের মেয়ে তৃণা বেগমের বিয়ে আগামী শুক্রবার। বিয়েতে দাওয়াত দিতে বুধবার দুপুরে স্বজন ও প্রতিবেশীদের ৫ জনকে নিয়ে ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে বাহুবল উপজেলার স্নানঘাট এলাকায় যান জরিনা।
পুলিশ কর্মকর্তা আরও জানান, সন্ধ্যার পর তারা ওই নৌকায় করে স্নানঘাট থেকে শিখারপুরে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে গুঙ্গিয়াজুড়ি হাওরে ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও জরিনাসহ ৪ নারী ডুবে যান। স্থানীয়রাই তাদের মরদেহ উদ্ধার করে।