চট্টগ্রামের ফটিকছড়িতে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
উপজেলার লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য ইফতেখার উদ্দিন মুরাদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত দুই শিশু হলো ওই এলাকার মো. লোকমান হোসেনের ছেলে ৯ বছরের ওমর ফারুক ও মেয়ে ৭ বছর বয়সী উম্মে হাবিবা।
প্রতিবেশী মঞ্জু শিকদার নিউজবাংলাকে বলেন, ‘ওই বাড়ির পাশে লাগোয়া কৃষিজমিতে একটি ডোবা আছে। পরিবারের অগোচরে দুপুরের দিকে খেলতে খেলতে সেখানে পড়ে যায় তারা। ধারণা করা হচ্ছে, একজনকে বাঁচাতে গিয়ে অন্যজনও ডুবে গিয়েছিল।’
তিনি জানান, তাদের বাবা লোকমানের দুই স্ত্রী রয়েছেন। দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তান তারা।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার নিউজবাংলাকে বলেন, ‘এ তথ্য জানা নেই। কেউ কিছু জানায়নি।’