বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২ ঘণ্টায় নিয়ন্ত্রণে কোনাবাড়ীর ঝুটের গুদামের আগুন

  •    
  • ১৩ জুলাই, ২০২২ ১৫:৪৭

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, কাশিমপুরের একটি ও জয়দেবপুরের তিনটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় গাজীপুরের কোনাবাড়ীর ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

দেওলিয়াবাড়ি এলাকার ওই গুদামের আগুন বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে দুলাল মাস্টারের ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত পাশের দুটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

এরপর কাশিমপুরের একটি ও জয়দেবপুরের তিনটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঝুট ব্যবসায়ী দুলাল মাস্টার বলেন, ‘বিদ্যুতের সব সংযোগ বন্ধ ছিল। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুনে আমার গুদামের অন্তত ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

তারা জানান, ঈদের পর একই জায়গায় দুবার আগুন লেগেছে। এক মাসে অন্তত পাঁচবার এখানে আগুনের ঘটনা ঘটেছে।

এ বিভাগের আরো খবর