নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।
সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বেইলি ব্রিজের পাশে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
৬৫ বছরের কছিম উদ্দিন সদর উপজেলার বলিহার ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, ভ্যানচালক কছিম উদ্দিন ভোলা বাজারে যাত্রী নামিয়ে বাড়ি ফিরছিলেন। নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বেইলি ব্রিজের নিচে পাশের রাস্তায় নামার চেষ্টা করছিলেন তিনি।
এ সময় নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বিআরটিসি বাস ভ্যানটিকে চাপা দিয়ে রাস্তার বাম পাশে টেনে নিয়ে আসে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক কছিম উদ্দিন মারা যান।
বাসের চাপায় ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এ সময় বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এসআই জামাল উদ্দিন আরও বলেন, ‘নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর বাসটি রেখে চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।’