ফরিদপুরে ঈদের দিন দুপুরে পৌরসভার পূর্ব খাবাসপুর মহাকালী পাঠশালার মোড় এলাকায় ছুরিকাঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
৭৫ বছর বয়সী নিহত আইনুদ্দিন মোল্লা জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের বাসিন্দা। তিনি পাঁচ ছেলে ও পাঁচ মেয়ের জনক। এর মধ্যে দুই ছেলে মহাকালীর মোড়ে একটি খাবার হোটেল পরিচালনা করেন। আইনুদ্দিন ওই হোটেল পরিচালনায় ছেলেদের সাহায্য করতেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, রোববার দুপুর ১টার দিকে শহরের পূর্ব খাবাসপুর মহল্লার বাসিন্দা মনোয়ার হোসেন মিন্টুর ছেলে তাহসিন একটি মোটরসাইকেল নিয়ে ওই হোটেলে আসেন। খাবার খেয়ে হোটেল থেকে বের হওয়ার সময় তাহসিনের পায়ের সঙ্গে লেগে যায় আইনুদ্দিনের ছেলে বিজয়ের পা। এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়।
পরে তাহসিন সেখান থেকে বাসায় গিয়ে আবারও ফিরে এসে তর্ক-বিতর্ক শুরু করেন। পরে হাতাহাতির একপর্যায় বিজয়ের বাবা আইনুদ্দিনের পেটে চাকু বসিয়ে দেন তাহসিন।
এ ঘটনায় আহত আইনুদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থনান্তর করেন। সেখানকার চিকিৎসকরা আইনুদ্দিনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ‘হাসপাতাল থেকে আইনুদ্দিনের মৃতদেহটি তার পরিবারের লোকেরা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’