খুলনায় রোববার রাত ১২টার মধ্যে কোরবানি পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আবদুল আজিজ।
রোববার সন্ধ্যায় নিউজবাংলাকে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘খুলনায় ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণের ঘোষণা দেয়া হয়েছিল। তবে এর আগেই শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।
‘ইতোমধ্যে আমরা শহরের শতকরা ৮০ ভাগ বর্জ্য অপসারণ করেছি। সেসব স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে।’
খুলনায় এবার প্রায় ১০ হাজার পশু কোরবানি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শহরের বর্জ্য অপসারণে কাজ করছেন আমাদের ৯০০ কর্মী। কোরবানির ঈদ উপলক্ষে সব পরিছন্নতাকর্মীর ছুটি বাতিল করা হয়েছে।’
‘আমরা পশু কোরবানির জন্য নগরীর ৩১টি ওয়ার্ডে ১৪২টি স্থান নির্ধারণ করে দিয়েছিলাম। সেই জন্য শহরের সব স্থানে বর্জ্য ছড়াতে পারেনি।’