বরিশালে নিয়ন্ত্রণহীন একটি কোরবানির পশু ধরতে গিয়ে পিলারের সঙ্গে ধাক্কা লেগে জাহাঙ্গীর হোসেন নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গরুটি হঠাৎ করে দৌড় দিলে তিনিও দড়ি ধরে তার পিছু পিছু ছুটতে শুরু করেছিলেন। পিলারের সঙ্গে ধাক্কা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
রোববার ঈদের দিন সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই এলাকারই বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন জানান, ফজরের নামাজ শেষে গরুটিকে কোরবানির জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে চেয়েছিলেন জাহাঙ্গীর। কিন্তু হঠাৎ করেই বেপরোয়াভাবে দৌড় শুরু করে গরুটি। পরে এর গলায় বাঁধা রশিটি ধরে দৌড়াতে থাকেন জাহাঙ্গীর। তিনি গরুটিকে থামানোর চেষ্টা করছিলেন।
কিন্তু নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি সীমানা পিলারে ধাক্কা খান জাহাঙ্গীর। প্রচণ্ড আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।
ঘটনার পরপরই স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন। কিন্তু পথিমধ্যেই মৃত্যু হয় জাহাঙ্গীরের।
স্থানীয় আরিফ জানান, জাহাঙ্গীরের এর আগে দুইবার হার্ট অ্যাটাক হয়েছিল। অনেক আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন তিনি।
এ বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, ‘খবরটি এখনও আমরা শুনিনি। খোঁজ নিচ্ছি।’