বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়তি ভাড়া আদায় সাড়ে ১১ হাজার, জরিমানা ৫০০

  •    
  • ৯ জুলাই, ২০২২ ১২:৪০

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাশ বলেন, ‘আমরা সেলফি পরিবহনের বাসকে প্রতীকী জরিমানা ৫০০ টাকা করে করেছি। এ ছাড়া যাত্রীদের ভাড়া ২০০ টাকা রেখে বাকি ২০০ টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করেছি।’

দেড় শ টাকার গাড়ি ভাড়া ৩০০ থেকে ৪০০ টাকা নেয়ায় সেলফি পরিবহনের দুটি বাসকে প্রতীকী ৫০০ টাকা করে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সেই সঙ্গে পুলিশের উপস্থিতিতে দেড় শ টাকার ভাড়া, ২০০ টাকা করে রেখে বাকি টাকা যাত্রীদের ফেরত দেয়া হয়।

গ্লাসকো ক্লাসিক পরিবহনের টিকিটে টাকার অঙ্ক না লিখে যাত্রীদের কাছ থেকে ৪০০ টাকা নেয়া হয়েছে বলে এ সময় অভিযোগ করেন যাত্রীরা।

শনিবার বেলা ১১টার দিকে গাবতলী বাস টার্মিনাল এলাকার রাস্তায় বাস থামিয়ে এ জরিমানা করা হয়।

তবে জরিমানার পরিমাণ নিয়ে প্রশ্ন উঠে বাসেই। একেকটি বাসে ৪৬টি করে আসন থাকলে আড়াইশ টাকা করে যাত্রীদের কাছ থেকে বাড়তি আদায় হচ্ছিল ১১ হাজার ৫০০ টাকা। এর মধ্যে ৫০০ টাকা জরিমানা করলে কী লাভ, সেই বিষয়টি নিয়ে কথা বলতে থাকেন যাত্রীরা।

অবশ্য জরিমানা করার পর যাত্রীদের কাছ থেকে নেয়া বাড়তি টাকার মধ্যে দুই শ টাকা করে ফেরত দেয় বাস শ্রমিকরা। তাও ৫০ টাকা করে ২ হাজার ৩০০ টাকা বাড়তি লাভ থাকে তাদের।

সেলফি পরিবহনের গাড়ির যাত্রী তসলিম হোসেন বলেন, ‘আমাদের জিম্মি করে বেশি ভাড়া নিচ্ছে। আগের গাড়িতে ৩০০ টাকা নিয়েছে। আমাদের কাছ থেকে ৪০০ টাকা নিয়েছে। প্রতিবাদ করে গাড়ি থামালে ম্যাজিস্ট্রেটের কথায় ২০০ টাকা ভাড়া নিয়ে বাকি টাকা ফেরত দিয়েছে।’

আরেক যাত্রী মরিয়ম সুলতানা বলেন, ‘গ্লাসকো ক্লাসিক পরিবহনের টিকিটে টাকার অঙ্ক না লিখে ৪০০ টাকা ভাড়া নিয়েছে। প্রতিবাদ করলে গাড়ি থেকে নেমে যেতে বলেছে। এখন ম্যাজিস্ট্রেট ধরছে।’

সেলফি পরিবহনের এই বাসকেই প্রতীকী ৫০০ টাকা জরিমানা করা হয়। ছবি: নিউজবাংলা

ভাড়া বেশি নেয়ার কারণ হিসেবে সেলফি পরিবহনের গাড়ির চালক তমসের হোসেন বলেন, ‘সকালে আসছি। আমাদের আগের গাড়ি ৪০০ করে ভাড়া নিয়েছে। তাই আমরাও নিয়েছি। আসার সময় গাড়ি খালি আসে, এ ছাড়া জ্যামের কারণে বেশি ভাড়া নিয়েছি।’

জরিমানার বিষয়ে জানতে চাইলে সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাশ বলেন, ‘সেলফি পরিবহন দ্বিগুণ-তিন গুণ ভাড়া নিচ্ছে। আসার সময় বাস ফাঁকা থাকে- এই অজুহাতে তারা বেশি ভাড়া নিচ্ছিল। গাড়ি আসার সময় ফাঁকা আসে, তাই কিছু টাকা বেশি নিতে পারে। তাই বলে দ্বিগুণ-তিন গুণ ভাড়া বেশি নিতে পারে না।’

তিনি বলেন, ‘আমরা দুটি সেলফি পরিবহনের বাসকে প্রতীকী জরিমানা ৫০০ টাকা করে করেছি। এ ছাড়া যাত্রীদের ভাড়া ২০০ টাকা রেখে বাকি ২০০ টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করেছি।’

এ বিভাগের আরো খবর