বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসের বক্সে আনতে গিয়ে ১৮ ছাগলের মৃত্যু, বেঁচে রইল ২টি

  •    
  • ৮ জুলাই, ২০২২ ১৫:৪৬

প্রত্যক্ষদর্শী ইউসুফ আলী বলেন, ‘বাসের বক্সে করে ২০টি ছাগল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন এক পাইকার। এর মধ্যে ১৮টি ছাগল মারা গেছে। আর দুটি ছাগল কোনো রকম বেঁচে থাকায় তাদের পানি পান করিয়ে বাসের ভেতরে তুলে নিয়ে গেছেন।’

ঢাকার সাভারে তীব্র যানজট ও প্রচণ্ড গরমে বাসের বাক্সে বন্দি থাকা ১৮টি ছাগল মারা গেছে।

টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার বগাবাড়ি আমেরিকা প্লাজার সামনে শুক্রবার সকালে মৃত ছাগলগুলোকে পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ইউসুফ আলী বলেন, ‘গতকাল রাত ১১টার একটি বাস যানজটে থেমে থেমে ঢাকার দিকে যাচ্ছিল। হঠাৎ বাসটি আমেরিকা প্লাজার সামনে থামে। এরপর বাস থেকে কয়েকজন লোক নেমে ভেতরে থাকা বক্স থেকে একের পর এক মৃত ছাগল নামাতে থাকেন। এ সময় ছাগলগুলোর মালিক দিশেহারা হয়ে কাঁদতে থাকেন।

‘সেই বাসের বক্সে করে ২০টি ছাগল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ওই পাইকার। এর মধ্যে ১৮টি ছাগল মারা গেছে। আর দুটি ছাগল কোনো রকম বেঁচে থাকায় তাদের পানি পান করিয়ে বাসের ভেতরে তুলে নিয়ে গেছেন।’

তিনি আরও বলেন, ‘ছাগলগুলো সব বড় বড়। ওই বিক্রেতা এবারই নতুন ব্যবসায় এসেছেন। যতটুকু শুনতে পেরেছি পাবনা থেকে ছাগলগুলো ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি। অতিরিক্ত গরমের কারণে শ্বাস নিতে না পারায় ছাগলগুলো মারা গেছে। প্রত্যেকটি ছাগলের আনুমানিক দাম হবে ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকা।’

এ বিভাগের আরো খবর