নাটোরের লালপুরে ছেলে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার ওয়ালিয়া পূর্বপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে বৃহস্পতিবার রাতে নিহত আব্দুল হাকিমের স্ত্রী রিমা খাতুন ওই ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা করেন।
গ্রেপ্তার ৬৫ বছরের আজিজুর রহমান উপজেলার বড়ময়না গ্রামের বাসিন্দা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জমান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বড়ময়না গ্রামে জমি লিজ নিয়ে বাবা আজিজুর রহমানের সঙ্গে তার বড় ছেলে আব্দুল হাকিমের কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে আজিজুর তার ছেলে হাকিমকে ধারালো হাঁসুয়া দিয়ে গলায় কোপ দেন। এতে হাকিম মাটিতে লুটিয়ে পড়েন।
পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনার পর হাকিমের স্ত্রী আজিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাঁসুয়াসহ আজিজুরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার এড়াতে আজিজুর পাটক্ষেতে লুকিয়ে ছিলেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।