মুন্সীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক (এক্সপ্রেসওয়ে) ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এবং পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা এলাকায় যান পারাপারের স্বাভাবিক গতি দেখা গেছে।
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজার সামনে বাস ও ট্রাকের চাপ কম থাকলেও ব্যক্তিগত ছোট যানবাহনের সংখ্যা বেশি দেখা গেছে।
তবে বেলা বাড়ার সঙ্গে যানবাহনের চাপ কিছুটা বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের।
এদিকে ধলেশ্বরী টোল প্লাজায় আগে পাঁচটি লেনে টোল আদায় করা হলেও ঈদযাত্রা সামনে রেখে বর্তমানে সাতটি লেনে টোল আদায় করা হচ্ছে। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের জন্য নির্দিষ্ট লাইন দিয়ে টোল আদায় করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টোল প্লাজার ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, ‘আজ সকাল থেকে অতিরিক্ত যানবাহন পারাপার হয়নি। অন্যান্য দিনের মতোই যান পারাপার স্বাভাবিক রয়েছে। যানের চাপের কথা মাথায় রেখে আরও দুটি লেন অন্তর্ভুক্ত করা হয়েছে টোল আদায়ে। নির্দিষ্ট লেন দিয়েই যানবাহনের টোল আদায় করা হচ্ছে।’